• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

প্রশংসায় ভাসছে বাপ্পী-অপুর রোমান্টিক গান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০২০, ১৩:০০

মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সেই গান। ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর কণ্ঠে রোমান্টিক গানটি দারুণ সাড়া ফেলেছে। আর এই গানের সঙ্গে জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের রসায়ন দর্শকের মাঝে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটি নিয়ে আগ্রহের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।

'বলছে আকাশ মুখ লুকিয়ে' শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। শ্রী প্রিতমের সুর সঙ্গীতে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে। বাপ্পী-অপুর ভক্তরা গানটির প্রশংসায় পঞ্চমুখ। আগামী ২০ মার্চ সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় তারা।

৫ মার্চ সন্ধ্যায় গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। তারকা বহুল রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। ছবির গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

ছবির চিত্রনাট্য পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়