• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

স্বাস্থ্যঝুঁকি এড়াতে মুক্তি পেছালো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০২০, ১৭:২১
বাপ্পী-অপু
সিনেমার গানের দৃশ্যে বাপ্পী-অপু

বিশ্ব বিনোদন জগতের পাশাপাশি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও করোনাভাইরাসের প্রভাব পড়েছে চলচ্চিত্র প্রদর্শক, পরিবেশক সমিতির তথ্য মতে, গেল কয়েক সপ্তাহে সিনেমা হলে দর্শকের সংখ্যা কমেছে দর্শকরা কিছুটা আতঙ্কিত পার্শ্ববর্তী দেশ ভারতেও দর্শক খরায় সিনেমা হল মালিকরা নিরাপত্তার কথা ভেবে একের পর এক কনসার্ট ইভেন্ট বাতিল করা হচ্ছে

এমন পরিস্থিতিতে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতশ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মুক্তির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে আসছে ২০ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস বাপ্পী চৌধুরী দুজনেই যথারীতি সিনেমার প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন

ব্যাপারে জানতে চাইলে সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার কাছেই দারুণ আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে

তিনি আরও বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সম্পূর্ণ কমেডি-রোমান্টিক ধাঁচের সিনেমা আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক পরবর্তীতে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে

সিনেমাটির চিত্রনাট্য পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান তারকা বহুল রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান লিজা সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন আবহসঙ্গীত করেছেন ইমন সাহা

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিয়ে কলহে স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী 
কাউন্সিলরদের স্বপদে বহাল চায় না জাতীয় নাগরিক কমিটি
সাভারে দুই চলন্ত গাড়িতে ডাকাতি, ৫ যাত্রীকে ছুরিকাঘাত-লক্ষাধিক টাকা লুট
জাতীয় নাগরিক কমিটি থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি