ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের মিউজিক ভিডিওতে ইরাকের মডেল

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৫ মার্চ ২০২০ , ০৫:০১ পিএম


loading/img
বাংলাদেশের মিউজিক ভিডিওতে ইরাকের মডেল

অ্যাপেল আহমেদ মূলত একজন মডেল, প্রযোজক ও নির্মাতা। এর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এভাবে চাই, চন্দন রায় চৌধুরীর যদি একটা দিনসহ বেশকিছু ভালো মিউজিক ভিডিও সকলকে উপহার দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

মডেল হিসেবে বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। তিন বছর পর এবারের বৈশাখে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন অ্যাপেল। আর তার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন ইরাকের মডেল আয়া। 

নতুন গান নিয়ে অ্যাপেল আহমেদ বলেন, সবশেষ শাওন গানওয়ালার (এভাবে চাই) শিরোনামের গানে মডেল হিসেবে কাজ করেছিলাম। এ গানটি দর্শকরা বেশ পছন্দ করেন। এবার মালয়েশিয়ার বেশকিছু মনোরম লোকেশনে নতুন গানটির কাজ হয়েছে। গানের শিরোনাম প্রণয় ছায়া। আমার সঙ্গে ইরাকের মডেল আয়াকে দর্শকরা দেখতে পাবেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন এ গানটির মিউজিক কম্পোজ করেছেন আমজাদ হোসেন। গল্পকে প্রাধান্য দিয়ে কাজটি করা হয়েছে। আশা করি, সকলে বেশ পছন্দ করবেন।  

গানটির ভিডিও পরিচালনা করেছেন অ্যাপেল আহমেদ ও রায়হান শরীফ। আসছে পয়লা বৈশাখে  প্রকাশ হবে গান ও ভিডিওটি।

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |