ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার কণিকার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৩ মার্চ ২০২০ , ০১:৩৯ পিএম


loading/img
কণিকা কাপুর

বলিউডের বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত। এই গায়িকার বিরুদ্ধে বিদেশ থেকে ফিরে সরকারি বিধি না মেনে পার্টি করার অভিযোগ আছে।

বিজ্ঞাপন

এবার হাসপাতালে ভর্তি হয়ে পাঁচ তারকা হোটেলের সুবিধা চাইছেনতিনি। গেল ৯ মার্চ লন্ডন থেকে ফিরে লখনৌ-তে তিন শতাধিক বেশি মানুষের সঙ্গে পার্টি করেছেন এই গায়িকা।

গোপন করেছেন তথ্য, মানেননি সরকারি বিধি নিষেধ। এখানেই শেষ নয়। বর্তমানে কণিকা কাপুর যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার বিরুদ্ধে উঠেছে নানান  অভিযোগ।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, কণিকা যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের চিকিৎসক তথা ডিরেক্টর জানিয়েছেন, কণিকা কাপুর হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নানান বায়না করছেন।  তিনি রোগীর মতো আচরণ করছেন না বরং তিনি যে তারকা সেটাই বারবার দেখানোর চেষ্টা করছেন। তাকে বলা হয়েছে রোগীর মতো আচরণ করুন, তারকা সুলভ নয়।

হাসাপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা কণিকার পর্যাপ্ত তদারকি করছেন। আলাদা ঘর, বাথরুম, টিভি সবই দেওয়া হয়েছে। প্রতি ৪ ঘণ্টা অন্তর তার ঘর সাফ করা হচ্ছে। তবুও গায়িকা নাকি হাসপাতাল কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |