মোস্ট গ্ল্যামারাস, এভারগ্রিন অভিনেত্রী ববিতার বাসায় চুরি হয়েছে।
এ অভিনেত্রীর বাসার গৃহ পরিচারিকা মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়েছে। এ ব্যাপারে ববিতা জানিয়েছেন, তার বাসায় পিংকি ও ইয়াসমিন নামে দু'জন গৃহ পরিচারিকা ৬ মাস ধরে কাজ করছিল। এ মাসের এক তারিখ পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
জানা গেছে, পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ি আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। এদিকে মেয়ে দুটি পালিয়ে যাবার পর গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র বাসায় আর খুঁজে পাচ্ছেন না ববিতা।
তিনি বলেন, পরিকল্পিতভাবেই মেয়ে দুটি আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে।
এইচএম/এসজেড