‘এটা কী গো?’, ‘তোমার কভিড-19 টেস্টের রিপোর্ট’
এই ভাবেই শুরু হয়েছে সংলাপ। এটা কোনও ছবির ডায়লগ নয়। করোনা নিয়ে এই মজার ভিডিও পোস্ট করেছেন যাদবপুর কেন্দ্রের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
করোনায় ঘরবন্দি থাকলেই টিকবে প্রেম, নইলে ব্রেক আপ! সোহম-মিমির এই মজার করোনা সতর্কতামূলক ভিডিও এখন ভাইরাল।
এই ভিডিও দর্শকদের সোহম-মিমি জুটির ‘বোঝে না সে বোঝে না’ ছবির কথা মনে করিয়ে দেয়।
সম্প্রতি লন্ডন থেকে শুটিং করে ফেরার পর থেকেই নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে মিমি। তাই বাড়িতে বসেই নানা মজার পোস্ট করছেন সাংসদ মিমি।
ঘরে বসেই জনসচেতনতা মূলক কাজ করে চলেছেন। অর্থ সহায়তাসহ নিয়মিত নিজ আসনের মানুষের খোঁজ নিচ্ছেন নেতা-কর্মীর মাধ্যমে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
এম