করোনা সচেতনতায় হুমায়ূনের সুর-সঙ্গীতে কুদ্দুস বয়াতির গান
আবারও ফিরে এলেন কুদ্দুস বয়াতি। করোনাভাইরাস নিয়ে দেশের মানুষকে সচেতন করতে ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে গান নিয়ে হাজির হলেন তিনি।
এই গান ফেসবুকে প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেছেন কুদ্দুস বয়াতি।
গানের কথা ব্র্যাক। কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। আর গানটির সুর ও সঙ্গীত করেছেন আহম্মেদ হুমায়ূন। ভিডিও পরিচালনায় ছিলেন মাহিন আওলাদ।
গানটির প্রসঙ্গে আহম্মেদ হুমায়ূন আরটিভি অনলাইনকে বলেন, দেশের মানুষকে এমন গানটি গান উপহার দিতে পেরে ভালো লাগছে। কুদ্দুস ভাইয়ের মতো গুণী একজন লোকগানের শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন। প্রচারের আসার পর থেকেই ভালো সাড়া পাচ্ছি গানটিতে। আশা করছি করোনাভাইরাস মোকাবিলায় গানটি মানুষকে সচেতন করতে সহায়তা করবে।
এম
মন্তব্য করুন