• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

করোনায় সহযোগিতার হাত বাড়ালেন শাহনূর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৪:১১
শাহনূর
ছবি শাহনূরের ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই ছবির এক সময়ের ব্যস্ত নায়িকা শাহনূর। দীর্ঘদিন ধরেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি।

করোনার এই সময়ে নিম্ন আয়ের মানুষ জীবন ধারণে হিমশিম খাচ্ছেন। সেই সব মানুষের কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়ালেন শাহনূর। নিজের সাধ্য মতো চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর।

বুধবার দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টে শাহনূর লিখেছেন, আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন, সেই ছোট্টবেলা থেকে আব্বু-আম্মুকে দেখে, আমি সোশ্যাল ওয়ার্ক করা শিখেছি। মানুষকে কীভাবে সেবা করতে হয়, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, সেটা শিখেছি।

তিনি আরও লিখেছেন, নিজের সামর্থ্য অনুযায়ী, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর দেশের এই দুর্দিনে কাউকে সাহায্য সহযোগিতা করে লোক দেখাতে আমি চাইনি। তারপরও সামান্য কয়েকটা ছবি দিলাম।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ফ্রেমে ঢালিউডের দুই খান
গ্রেডিং অধ্যায়ে ঢালিউড, প্রাপ্তবয়স্কদের জন্য যে ছবি মুক্তির অনুমতি পেলো
নতুন স্বপ্ন দেখছেন শাহনূর
মেয়েরা বাঁকা হাড় দিয়ে তৈরি: শাহনূর