ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনায় প্রাণ গেল গ্র্যামি-জয়ী গায়ক জন প্রাইনের

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৮ এপ্রিল ২০২০ , ০৪:৪৮ পিএম


loading/img
জন প্রাইন

গ্র্যামি-জয়ী গায়ক জন প্রাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমেরিকান এই গায়ক ও গীতিকারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। গেল ২৬ মার্চ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জন প্রাইন।

বিজ্ঞাপন

এই গায়কের স্ত্রী ও ম্যানেজার ফিওনা টার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ ছিল। খবর ফ্রেন্স টোয়েন্টিফোর ডটকমের।

১৯৪৬ সালের ১০ অক্টোবর জন্ম জন প্রাইনের। ১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। ১৯৬০ সালের শেষ দিকে ইউএস আর্মির হয়ে পশ্চিম জার্মানিতে কাজ শেষে দেশে ফিরেন। শিকাগোতে ডাক পিয়নের কাজ নেন। পাশাপাশি শখের বশে চালিয়ে যান গান লেখা ও গান গাওয়া।

বিজ্ঞাপন

আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সেটি ১৯৭১ সালের কথা।  তার নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম ছিল।

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |