ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আলো আসবেই: নাদিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ , ০৪:৪০ পিএম


loading/img
সালহা খানম নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। করোনাভাইরাসের কারণে আর সব তারকার মতোই ঘরবন্দি সময় কাটছে তার। বাড়ি থেকেই বিভিন্ন ভিডিও আড্ডায় যোগ দিচ্ছেন তিনি। কদিন আগেই আরটিভির ডিজিটাল প্লাটফর্মে লাইভ আড্ডায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তার হাল সময়ের নানা কথা বলেছেন। মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।

বিজ্ঞাপন

এই সময়ে নাদিয়া নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সহায়তা দিয়েছেন বেশ কিছু অসহায় পরিবারকে। বিষয় প্রকাশ্যে আনতে চান না তিনি।

নাদিয়ার বলেন, এটি খুব নাজুক একটি ইস্যু। আমি আমার জায়গা থেকে সাধ্যমত পাশে থাকার চেষ্টা করছি। মানুষকে সহায়তা করাটাই আসল, সবাইকে জানিয়ে করাটাই সব না। সেইসাথে নিজে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। দুর্দিন সবসময় থাকে না, এ অন্ধকারের পর আলো আসবেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

বিজ্ঞাপন

এদিকে শুটিং না থাকায় এখন পরিবারকেই সময় দিচ্ছেন নাদিয়া। নিয়মিত শুটিং থাকায় সাধারণত পরিবারকে সময় দিতে পারেন না তিনি। ঘরবন্দি থাকার ফলে সবার সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।

 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |