• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

প্রেমিকাকে দেখার জন্য পুলিশের অনুমতি চান আলী ফজল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৫:১০
আলী ফজল, রিচা চাড্ডা,
ছবিতে আলী ফজল ও রিচা চাড্ডা

বলিউড অভিনেতা আলী ফজল ও রিচা চাড্ডার প্রেমের কথা কারও অজানা নয়। তারা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু করোনার কারণে বিয়ে পিছিয়ে যেতে পারে। এদিকে লকডাউনের জন্য দুই বাড়িতে আটকা পড়ে আছেন আলী ফজল ও রিচা চাড্ডা।

এক মাস ধরে তাদের দেখা হচ্ছে না। লকডাউন খুলতে পারে আসছে ৩ মে। তবে আর অপেক্ষা করতে চান না ফজল। তার আগেই বান্ধবী রিচার জন্য সঙ্গে দেখা করতে চান তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে বান্ধবীর কাছ থেকে দূরে সরে রয়েছেন ফজল। কিন্তু এই দূরত্ব আর ভালো লাগছে না তার। রিচার জন্য মন কেমন করছে। সেই কারণেই এবার বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বাই পুলিশের কাছে বিশেষ অনুমতি চাইতে পারেন আলী।

মুম্বাই পুলিশ যদি অনুমতি দেয়, তাহলে রিচা সঙ্গে তিনি দেখা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ফুকরে অভিনেতা।

তবে প্রশ্ন থেকেই যায় এই লকডাউনে বান্ধবী রিচা চাড্ডার সঙ্গে দেখা করার জন্য আলী ফজলকে মুম্বাই পুলিশ বিশেষ অনুমতি দেবে কি না!

সম্প্রতি লকডাউনের মাঝে ব্যাটম্যানের মুখোশ পরে গাড়ি নিয়ে বের হন আলী ফজল। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভুক্ত মানুষদের পেটে খাবার যোগাতেই বিশেষ প্রচেষ্টা শুরু করেন তিনি। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হলেন অভিনেত্রী রিচা চাড্ডা
যে দৃশ্যের জন্য ৯৯ বার টেক দিতে হয়েছে রিচাকে
নারীবাদীদের নিয়ে অভিনেত্রী রিচার বিস্ফোরক মন্তব্য
চোখ ধাঁধানো ‘হীরামান্ডির’ ঝলকে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)