• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কোয়ারেন্টিন নিয়ে পূজা বেদীর ক্ষোভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৬:১৩
Puja Bedi has expressed anger over quarantine
ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী পূজা বেদী কোয়ারেন্টিন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মূলত নোংরা ঘরে তাকে কোয়ারেন্টিনে রাখা হয় বলেই চটেছেন তিনি।

ঘটনা খুলে বলা যাক, গোয়া থেকে মুম্বাইতে যাওয়ার সময় আন্তঃরাজ্য সীমান্তে করোনা পরীক্ষার জন্য পূজা ও তার হবু স্বামী মানেক কন্ট্রাক্টরকে গোয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে করোনা পরীক্ষার পর একদিন কোয়ারেন্টিনে পাঠানো হয় দুজনকে।

পূজা অভিযোগ করে জানান, গোয়া প্রশাসন যে ঘরে তাকে এবং মানেক কন্ট্রাক্টরকে কোয়ারেন্টিনে রাখে, তা দেখলে যে কেউ চমকে যাবেন। সেখানে বিছানার চাদর যেমন নোংরা তেমনি ঘরের আসবাবপত্রেও লেগেছিল নোংরা।

এই অভিনেত্রী আরও জানালেন, এটা কেভাইরাসের আতুঁড়ঘর বললেও অযৌক্তিক বলা হবে না। শুধু তাই নয়, যে ঘরে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়, সেই ঘরে থাকলে যে কোনও মুহূর্তে যে কেউ ভাইরাসে আাক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখ-মুখ-ঠোঁট ফুলে গেছে, কী হয়েছে উরফির