• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভক্তদের সঙ্গে তারকার সরাসরি আড্ডা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ১৭:২৯
star zone,
ছবি সংগৃহীত

ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় ২১ তারকাকে নিয়ে আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। টেলিকম অপারেটর রবি ও বাংলালিংক এর সহযোগিতায় ৭ দিনের এ আয়োজনে দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন একঝাঁক তারকা।

স্টার জোন সার্ভিসে আজ চাঁদ রাতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলালিংকে সংযুক্ত থাকবেন সঙ্গীত শিল্পী কর্ণিয়া। রাত ১০ টায় রবিতে থাকছেন সঙ্গীত শিল্পী ঐশি।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় ৩০ মিনিটে বাংলালিংকে থাকছেন আয়নাবাজি খ্যাত নাবিলা এবং রাত ১০ টায় রবিতে আড্ডা দিবেন জাকিয়া বারী মম।

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলালিংক দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম আর রাত ১০ টায় রবিতে থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকছেন চিত্রনায়িকা দিঘি। ঈদের ৬ষ্ঠ দিন রবিতে দর্শকদের সঙ্গে কানেক্ট থাকবেন অভিনেতা সজল।

স্টার জোন সার্ভিসে পছন্দের তারকাদের সঙ্গে আড্ডা দেবার জন্য রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়েল করতে হবে ২২২৮৮ এই নম্বর।

এছাড়াও লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে থাকবেন একজন করে তারকা। আজ চাঁদ রাতে থাকবেন সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা, ঈদের দিন চিত্রনায়িকা আঁচল, দ্বিতীয় দিন চিত্রনায়ক ইমন, তৃতীয় দিন চিত্রনায়িকা তমা মির্জা, চতুর্থ দিন চিত্রনায়ক নিরব, পঞ্চম দিন চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং ৬ষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির।

আর এ লাইভ রেডিও প্রোগ্রামে পছন্দের তারকার সঙ্গে আড্ডা দিতে রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়েল করতে হবে ২৮৭৭৭ নম্বরে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়