• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

বিনোদনের নতুন মাত্রা নিয়ে আরটিভির নতুন প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০২০, ২৩:১৯
rtv plus,
আরটিভির নতুন প্লাটফর্ম ‘আরটিভি প্লাস

বাংলাদেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। অনুষ্ঠান এবং সংবাদের মিশেলের চ্যানেলটির যাত্রা শুরু ২০০৫ সালের ২৬ ডিসেম্বর। আরটিভি বরাবরই দর্শকদের পছন্দ এবং চাহিদার সাথে মিল রেখে প্রচার করে নানান অনুষ্ঠান।

যেমন গান, নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান, কৃষিভিত্তিক অনুষ্ঠান, টকশো, স্বাস্থ, জীবনধারা, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান, এছাড়া থাকে দেশ-বিদেশের খবর।

স্যাটেলাইটের পাশাপাশি আরটিভি ডিজিটালেও বেশ জনপ্রিয়। আরটিভি’র রয়েছে এক কোটিরও বেশি ফেসবুক ফ্যান ফলোয়ারস। যা বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর শীর্ষে। এছাড়াও রয়েছে আরটিভি’র অনুষ্ঠানভিত্তিক বেশ কিছু চ্যানেল।

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে এই প্রথম কোনও ভিডিও অন ডিমান্ড ( ভিওডি ) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে আরটিভি।

চার ধরনের সাবস্ক্রিপশন ক্যাটাগরিতে, আরটিভি প্লাসের প্লাটফর্মের মাধ্যমে দেখা যাবে দারুণ সব অনুষ্ঠান, নাটক, সিনেমা, গান, টকশো সহ নানা অনুষ্ঠান।

-সাপ্তাহিক প্যাকেজ মাত্র টাকা ১৫/-

-মাসিক প্যাকেজ মাত্র টাকা ৫০/-

-৬ মাসের প্যাকেজ মাত্র টাকা ২৭৫/-

-বাৎসরিক প্যাকেজ মাত্র টাকা ৫০০/-

সাবস্ক্রিপশনের মাধ্যমে একজন গ্রাহক সব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন কোনও ধরনের অ্যাড ব্রেক ছাড়া।

আরটিভি প্লাস দেখতে ক্লিক করুন: RtvPlus.tv

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়