• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আরটিভির ঈদ আয়োজনে ঈদের দিন যা থাকছে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০২০, ০০:২৩
rtv, eid, day
আরটিভিতে ঈদের দিন যা থাকছে

বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটির বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আরটিভি। এই ঈদে ৭ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে। চলুন পাঠক এক নজরে দেখে নেওয়া যাক ঈদের দিন কী আয়োজন থাকছে আরটিভিতে।

সকাল ১০টা ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘ঢাকার কিং’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

দুপুর ২টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘হৃদয়ের কথা’। অভিনয়ে রিয়াজ, পূণিমা প্রমুখ।

বিকেল ৫ টা ৩০ মিনিটে: জনপ্রিয় জুটির বিশেষ সঙ্গীতানুষ্ঠান (নায়ক রাজ রাজ্জাক) ‘তুমি যে আমার কবিতা’। শিল্পীরা হলেন অপু আমান ও লিজা। প্রযোজনায় শিবলী জিয়া।

সন্ধ্যা ৬টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড়মিয়া ছোট মিয়া’। রচনা ও পরিচালনায় শামীম জামান। অভিনয় শিল্পী আখম হাসান, সারিকা, শামীম জামান, জামিল হোসেন, তারিক স্বপন, মনিরা মিঠু প্রমুখ।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে: একক নাটক ‘দোটানা’। পরিচালনায় সোহেল আরমান। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশাসহ অনেকে।

রাত ৮ টায়: একক নাটক ‘কাপল টিকিট’। রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, সাজু খাদেম, রিক্তা, আইরিন তানি।

রাত ৯ টায়: একক নাটক ‘অবাক প্রেম’। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন, আনন্দ খালেদ, আজম খান।

রাত ১০ টায়: একক নাটক ‘ঈদ মোবারক’। পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা।

রাত ১১ টা ১০মিনিটে : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইসকান্দার শাহ একজন সুপারস্টার’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১১ টা ৩৫ মিনিটে : একক নাটক ‘করোনার দিনগুলোতে প্রেম’। পরিচালনায় আনিসুর রহমান রাজিব। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির।

রাত ১২ টা .০০ মিনিটে : নিউজ টপটেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (২৫ নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৪ নভেম্বর) যা দেখবেন
সানা খানের সুখবরে তোলপাড় নেটদুনিয়া
আরটিভিতে আজ (২৩ নভেম্বর) যা দেখবেন