• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

আরটিভির ঈদের পঞ্চম দিনের আয়োজন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ০০:১২
rtv program,
আরটিভির ঈদের পঞ্চম দিনের আয়োজন

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ঈদ উল ফিতরে ৭ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ঈদের পঞ্চম দিন যা থাকছে আরটিভির পর্দায় নিচে তুলে ধরা হলো।

সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে : বাংলা ছায়াছবি ‘সন্ত্রাসী মুন্না’। অভিনয়ে মান্না, মৌসুমী প্রমুখ।

সন্ধ্যা ৬টায় : ৭ পবের্র ধারাবাহিক নাটক ‘কালচারাল মামা’। রচনায় সাজিন আহমেদ বাবু। পরিচালনায় মারুফ মিঠু। অভিনয় শিল্পীরা হলেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, রিমি করিম, কাজী রাজু, জামিল, আফরোজা বানু, সুজাতা প্রমুখ।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে : একক নাটক ‘ক্যাম্পাস’; পরিচালনা: মনজুরুল আলম; অভিনয়ে: জোভান, তাসনুভা তিশা প্রমুখ।

রাত ৮ টায় : একক নাটক ‘কানামাছি’। রচনা ও পরিচালনায় জাকারিয়া সৌখিন। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা।

রাত ৯ টায়: একক নাটক নবাব ইজ ব্যাক। রচনায় মুনতাহিনা বৃত্তা। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

রাত ১০ টায়: একক নাটক নতুন ড্রাইভার। রচনায় আরমান শায়েব। পরিচালনায় ময়ূর বারী। অভিনয়ে তাসকিন রহমান, আনিকা কবির শখ, আতিকুর রহমান সুমন।

রাত ১১ টা ১০ মিনিটে: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ইসকান্দার শাহ একজন সুপারস্টার’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১১ টা ৩৫ মিনিটে : একক নাটক ৪ কপি ১০০। পরিচালনায় ফজলুল সেলিম। অভিনয়ে জোভান, সারিকা।

রাত ১২ টায় : নিউজ টপটেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৯ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৮ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৬ জানুয়ারি) যা দেখবেন