• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ডায়মন্ড’র চলচ্চিত্রে বাপ্পি-অধরা, বিষয় কোভিড-নাইন্টিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০২০, ১৭:১৬
Bappi-elusive in Diamond's film, don't do the setting
কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ ছবির দৃশ্যে বাপ্পি-অধরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ‘কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ’ নামে একটি ছবির কাজ শুরু করলেন। বিষয়টি নিজের ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান দিয়েছেন ডায়মন্ড নিজেই। আজ (২৯ মে) থেকে শুটিং শুরু হওয়া ছবিতে জুটি বেঁধেছেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অধরা খান।

এর আগে বাপ্পি-অধরা ‘নায়ক’ নামে একটি ছবিতে জুটি হয়ে কাজ করেছিলেন। ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। ‘কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ’ ছবিতে কাজের কথা আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাপ্পি-অধরা দুজনেই। কিন্তু তারা ছবিটি নিয়ে বেশি কিছু বলতে নারাজ। কারণ হিসেবে জানিয়েছেন পরিচালকের বারণ আছে।

তবে ছবিটি বাংলাদেশে করোনাকালীন সময়ের গল্প বলবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যান্য শিল্পী এবং ছবির বাংলা নাম পরবর্তিতে প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা।

এই ছবির স্ক্রীপ্ট ও পরিচালনা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের। প্রযোজনায় রয়েছেন শবনম শেহনাজ চৌধুরী।

এর আগে সমাজ সচেতন এ পরিচালকের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ইলা মিত্রের তেভাগা আন্দোলন নিয়ে নাচোলের রানী, গঙ্গাযাত্রা, অন্তর্ধান চলচ্চিত্র দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

এছাড়া সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিটি এখন মুক্তি অপেক্ষায় রয়েছে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোষণার নয়, আমি রিলিজ হিরো: বাপ্পি চৌধুরী
আমার সবকিছু সেই মানুষটার সঙ্গে: অধরা খান
বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন: আবেদ আলীকে বাপ্পি
নতুন সিনেমায় অধরা