ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মা হলেন অভিনেত্রী সৈরিতী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৮ জুন ২০২০ , ০৫:০৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায় মা হয়েছেন। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘বাক্সবদল’ খ্যাত ‘টিপ’। প্রথমবারের মতো মা হওয়ার স্বাদ গ্রহণ করলেন এই মিষ্টি মুখ।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়,  আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। ফোন ধরলেন স্বামী রোহিত ঝা। মা-মেয়ে ঘুমোচ্ছে। রোহিতের গলায় আনন্দ ঝরে পড়ছে। জানালেন, ‘মা এবং মেয়ে, দু'জনেই সুস্থ আছে। আগামীকালই বাড়ি নিয়ে আসব ওদের।’

মডেলিংয়ের হাত ধরে শোবিজে পা রাখেন সৈরিতী।  সেখান থেকেই ছোট পর্দা। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’ ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাকে।

বিজ্ঞাপন

এছাড়া ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে নীল ভট্টাচার্য এবং তার জুটি দারুণ প্রশংসিত হয়।

আরও পড়ুন : 

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |