ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ঈদ নাটকে ব্যস্ত ঊর্মিলা

বিনোদন ডেস্ক

শনিবার, ০৪ জুলাই ২০২০ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি- আরটিভি অনলাইন

আসছে ঈদ উল আজহায় এক ডজন নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে শুটিং নিয়ে বুস্ত সময় কাটছে তার। এরই মধ্যে তিনি শেষ করেছেন বর্ণ নাথের ‘সুক্কুর ইজ এ গুড বয়’, রিংকু রাফাতের ‘বড় লোকের বেটি’, মাহমুদুল হাসান রানার ‘ব্যাচেলর বাবু’, আদিবাসী মিজানের ‘মেষ রাশি’, ‘চড়া তালুকদার’, ‘তিন দ্বৈত্য’, ও ‘মা মরলে বাপ তালই’ নাটকগুলো।

বিজ্ঞাপন

এছাড়া আজো রুমান রুনির পরিচালনায় একটি নাটকের কাজ করছেন বলে জানান ঊর্মিলা। তিনি বলেছেন, ঈদের সময় কাজের ব্যস্ততা একটু বেশি থাকে। গেল ঈদের আমাদের তেমন কোনো কাজ হয়নি। করোনার এই পরিস্থিতির মধ্যেও তাই দর্শকের কথা ভেবেই ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।

ছোটবেলা থেকেই শোবিজে কাজ করবেন এমন স্বপ্ন দেখতেন ঊর্মিলা। সেই ভাবনা থেকে ২০১০ সালে নাম লেখান চ্যানেল আই-লাক্স সুপারস্টারের সুন্দরী প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত ১১০ জনের টিম থেকে উঠে আসেন শীর্ষ ছয়ে। এরপর ধীরে ধীরে রঙিন দুনিয়ার মানুষ হয়ে উঠেন তিনি।
২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘জটিল প্রেম’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

এছাড়াও বিজ্ঞাপনে মডেল হয়েও প্রশংসিত হয়েছেন ঊর্মিলা। সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |