• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সালমানের বিরুদ্ধে মামলা খারিজ

বিনোদন ডেস্ক

  ০৯ জুলাই ২০২০, ১৮:২৭
salman khan,
ছবি সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা থেকে রেহাই পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। বিহারের মজফফরপুর আদালত এই মামলা থেকে খারিজ করে দিয়েছেন এই নায়ককে।

গেল ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে ‘নেপোটিজম’ বা ‘স্বজনপোষণ’কে কাঠগড়ায় তুলতেই উঠে আসে সালমান খান, করণ জোহর ও সঞ্জয় লীলা বানশালীর বিরুদ্ধে হয় মামলা। সালমানের পাশাপাশি বাকি দুই জোনের মামলাও খারিজ হয়েছে।

এই তিনজনের হস্তক্ষেপে সাত মাসে সুশান্ত ছ’টি ছবির কাজ হারান বলেও অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

এক আইনজীবী সুধীর কুমার ওঝা সালমান, করণ আর সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার, মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি আদালতের এখতিয়ারের বাইরে। একই সঙ্গে খারিজ করে দেয় সুধীর ওঝার দায়ের করা মামলা।

মামলা খারিজ হলেও ওই তিনজনের কেউই মুখ খোলেননি। তবে আইনজীবী ওঝা জানিয়েছেন, আমি জেলা আদালতের সামনে সিজেএম-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কষ্ট পাচ্ছে বিহার। সুশান্তের অসময়ে চলে যাওয়ার জন্য যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
সালমানের বন্ধু বাবা সিদ্দিকের খুন হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বাবা হওয়ার অনুভূতি পেতে চান সালমান
ফের সালমানের বিয়ের জল্পনা, নেপথ্যে যে ছবি