ঢাকাসোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আবারও অসহায় শিল্পীদের পাশে অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ জুলাই ২০২০ , ০৯:২১ পিএম


loading/img
আজকের ছবি।

চিত্রনায়ক-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল আবারও অসহায় চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়ালেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে এফডিসিতে সস্ত্রীক নিজ হাতে দুই শতাধিক শিল্পীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে শিল্পীদের সহযোগিতায় নগদ ৫ লাখ টাকা অনুদান দেন এই নায়ক। সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের হাতে এই অর্থ তুলে দেন তিনি। এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলেন, অনন্ত জলিল ভাই সব সময় শিল্পীদের পাশে থেকেছেন। এত ব্যস্ততার মাঝে চলচ্চিত্রের উন্নয়ন এবং শিল্পীদের জন্য ভাবেন তিনি। করোনার সময়ে তার এই অনুদান অনেক বিপদগ্রস্থ শিল্পীর প্রয়োজনে আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আল্লাহ চাইলে অচিরেই আমরা করোনার এই সংকট কাটিয়ে উঠবো। শিল্পীরা আবারও কাজে ফিরবেন। তবে যতদিন সংকট না কাটছে কোনো শিল্পী যেন না খেয়ে থাকেন সেজন্য আমরা চেষ্টা করবো।

এম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |