• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অস্থির করোনা সময়ে সুস্মিতা আনিসের স্বস্তির গান

বিনোদন ডেস্ক

  ১৮ জুলাই ২০২০, ১৬:৩৩
susmita anis
ছবি সংগৃহীত

আমাদের চেনা শহরের চেনা চেহারাটাই বদলে গেছে মহামারি কোভিড-19-এর কারণে। নিজের দীর্ঘদিনের চেনা শহরটা ছেড়ে মানুষ চলে যাচ্ছে অন্য শহরে।

শহর ছাড়ার কষ্টে ঘুম নষ্ট মানুষের। এই সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস তার ‘চেনা শহর’ অ্যালবামের নতুন গান ‘ঘুম হতে চাই’ নিয়ে এলেন তার শ্রোতাদের জন্য।

১৭ জুলাই সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও রিলিজ করা হয় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে। একসঙ্গে গানটির অডিও এবং মিউজিক ভিডিও প্রকাশ পায়।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার জয় সরকার। তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানের ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।

সুস্মিতা আনিস বলেন, ‘দেখুন গোটা বিশ্বের মানুষই এখন একটা অস্থির সময় কাটাচ্ছে। কারও মনের অবস্থা ভালো না। আমাদের চেনা পরিবেশটা বদলে যাচ্ছে। নতুন এক পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। এই যখন অবস্থা, তখন আমার ‘ঘুম হতে চাই’ গানটা কিছুটা প্রশান্তি দিতে পারে শ্রোতাদের। সেই উদ্দেশ্য থেকেই গানটি রিলিজের করেছি। এ গানের একটি লাইন আছে এমন, তোমার দিকে তাকাই যখন..সব ভুলে যাই যেন...। তো করোনা ভাইরাসের এই মুহূর্তে আপনজনকে নিয়ে বেঁচে থাকাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।’

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট চান না বাটলার
গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা
নেতাকর্মীদের বক্তৃতা ও স্লোগান দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে: ফখরুল
দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা