ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক। এরপর রাত সাড়ে ১২টার দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। আর তা দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কতদিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে। 

তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সৃজিতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বিজ্ঞাপন

সৃজিতের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিলবিল সোসাইটি’। বর্তমানে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে শুটিং করা হয়েছিল ছবিটির। শনি-রোববার হাসপাতালটি পরিদর্শন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে হলো রোগী হয়ে। 

আরটিভি/এএ /এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |