ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অপুর বৃহস্পতি তুঙ্গে

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৫:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। নানা কাঠখড় পুড়িয়ে সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্র কিংবা ওটিটি, এমনকি নাটকসহ সব ক্ষেত্রেই নিজের চরিত্রের সঙ্গে মিশে যান এ অভিনেতা। দর্শক চাহিদাকে ছাপিয়ে পরিচালকদের পছন্দের তালিকায় উঠে গেছেন তিনি। 

বিজ্ঞাপন

1717669236_1

এদিকে এবার ঈদে রাশেদ মামুন অপু অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি আফরান নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’ ও সিয়াম-বুবলী অভিনীত ‘জংলি’। 

বিজ্ঞাপন

ঈদের দিন মুক্তির পর থেকেই ছবি দুইটি বেশ আলোচনায় আছে। বিশেষ করে রাশেদ মামুন অপু তার অভিনয় দিয়ে দর্শক মহলে ফের নিজের জাত চিনিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে চলছে নানা চর্চা। 

489914150_10165254513048136_4673715738492078362_n

নেটিজেনরা বলছেন, হুমায়ূন ফরিদী, এ টি এম শামসুজ্জামানদের অভাব যারা পূরণ করবেন রাশেদ মামুন অপু। তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। চরিত্র অনুযায়ী দুর্দান্ত অভিনয় দেখান। বিশেষ করে মিচকে, নিরব খল নায়ক চরিত্রে তার বিকল্প সে নিজে। এমন ভাবেই আবির্ভুত হচ্ছে অপু। ‘দাগি’র যে চরিত্রটি সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে দর্শককে হাসিয়েছে সেটি হচ্ছে তার চরিত্র, আর গল্পেও চরিত্রটির ছিলো বিরাট একটি অংশ। নিজের স্ক্রিনে নিজের হিউমার, এক্সপ্রেশন, সংলাপ দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

248023388_10161406385388136_2639400615221776007_n

এদিকে, অপুর সফলতার মুকুটে যুক্ত হলো আরও এক নতুন পালক। ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন।

Capture

জয়ী হওয়ার পর নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আগেও বলেছি এখনো বলছি- সবাইকে সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। আপনারা আগেই জেনেছিলেন অভিনয় শিল্পী সংঘ সরকার থেকে এক খণ্ড জমি পেয়েছিল। সেটা নিয়ে সম্প্রতি একটু জটিলতা হয়েছে। শপথ নেওয়ার পর জমি ফিরিয়ে আনার চেষ্টা করব।

প্রসঙ্গত, রাশেদ মামুন অপু অভিনীত ১১টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। 

আরটিভি/এএ-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |