ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

‘ওমরাহ করতে গিয়ে আমার শরীরের লোম সত্যিই দাঁড়িয়ে গিয়েছিল’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৪:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মডার্ন মেয়ে তো কখনও গ্রামের সহজ সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

বিজ্ঞাপন

ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

এদিকে, অহনা ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং ধাপে ধাপে এই পেশা থেকে পুরোপুরি সরে যাবেন।

বিজ্ঞাপন

487959168_1204699301021578_5750871563372425897_n

এমন ঘোষণার পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যান অহনা। সেখান থেকে ফিরে একরকম আমূল পরিবর্তন দেখা যায় তার জীবনযাপনে। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে ব্যক্তিগত চিন্তাভাবনায়ও এসেছে গভীর পরিবর্তন। এখন নিয়মিত বোরকা ও হিজাব পরছেন তিনি, আর তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে অহনা রহমান বলেন, ওমরাহ্ পালন করে আসার পরে আমি হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছি। নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। ইন্টারভিউতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।

বিজ্ঞাপন

480253971_1172792414212267_2863206784106574513_n

তবে নিজের এই পরিবর্তনকে ঘিরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অহনাকে। আক্ষেপ করে তিনি বলেন, নায়িকাদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকন পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।

ওমরাহ নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অহনা বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করেনি, তারা বোঝবেন না এই অনুভূতিটা কেমন। আমার সত্যি শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। এত ভালো লেগেছে, মনে হয় মনই ভরেনি।

মানসিক প্রশান্তির জন্য আবারো সৌদিতে যেতে চান অহনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি আবারো ওমরাহতে যেতে চাই। কারণ যদি কখনো একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। এত সুন্দর জায়গা, কয়েকদিনে মন ভরে না।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |