কাশ্মীরের বৈসরন উপত্যকায় গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২৫ জন ভারতীয় এবং বাকি একজন নেপালি। ভয়াবহ এ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।
শুধু বলিউড, টালিউড তারকারাই নন, পাকিস্তানি শোবিজ অঙ্গনও এ ঘটনায় মর্মাহত। ইতোমধ্যে অনেক পাক তারকারাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন। অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ বিষয়ে নিন্দা প্রকাশ করেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই সেটা মুছেও দেন!
বৃহস্পতিবার (২৪ বৃহস্পতিবার) আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। প্যাহেলগাঁওয়ে নিহত সকলের প্রতি আমি শোকাহত।
কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার (২ এপ্রিল) সকালে মুছে দেন মাহিরা। কিন্তু কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়।
ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।
আরটিভি/এএ