ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

কাশ্মিরে হামলার প্রতিবাদ জানিয়ে হুট করেই পোস্ট ডিলিট করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কাশ্মীরের বৈসরন উপত্যকায় গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে ২৫ জন ভারতীয় এবং বাকি একজন নেপালি। ভয়াবহ এ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।

বিজ্ঞাপন

শুধু বলিউড, টালিউড তারকারাই নন, পাকিস্তানি শোবিজ অঙ্গনও এ ঘটনায় মর্মাহত। ইতোমধ্যে অনেক পাক তারকারাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন। অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ বিষয়ে নিন্দা প্রকাশ করেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই সেটা মুছেও দেন!

fff-20250426092014

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ বৃহস্পতিবার) আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। প্যাহেলগাঁওয়ে নিহত সকলের প্রতি আমি শোকাহত।

MV5BY2U0NDIzNTUtZjkyOC00MjA1LWFkYmQtODFmNTU4ZTQ2MGQwXkEyXkFqcGc@._V1_

কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার (২ এপ্রিল) সকালে মুছে দেন মাহিরা। কিন্তু কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |