ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তবেই হয়তো তানিনের আত্মা একটু শান্তি পাবে: তানিয়া ফারুক

আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি: কোলাজ

অবশেষে জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা তানিন সুবহা। দীর্ঘ আট দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তানিনের মৃত্যুর পর অনেকেই তার মেয়েকে নিয়ে ছবি পোস্ট করে বাচ্চাটিকে দত্তক নেওয়ার ইচ্ছে পোষণ করছেন। বিষয়টি তানিনের সহকর্মী ও অভিনেত্রী তানিয়া ফারুক বলেন, রাতে তানিনের স্মৃতি চোখে ভাসে, ঘুম আসে না। সকালে ফেসবুকে স্ট্যাটাস দেখি—কে পালবে, কে দত্তক নিবে? আমার হৃদয় ভারী হয়ে ওঠে। এভাবে ওর ছোট্ট মেয়েকে নিয়ে উল্লাস করা যায়? মেয়েটা কাউকে কিছু বলতে পারছে না, শুধু পাশ ফিরে কী যেন খুঁজছে! যেন ভাবছে, সবার মাঝে মা নেই কেন? এই দৃশ্য ভাবতেই বুক হাহাকার করে ওঠে।

তানিয়া ফারুক আরও বলেন, আমি চাই এই শিশুটি এমন কারো কাছে থাকুক, যে সত্যিকার অর্থে ওর ভালো চাইবে, যাতে সে মা-বাবার শূন্যতা ভুলে এক আলোকময় জীবনে বড় হয়। আর যারা মিডিয়া, ফ্যাশন ইন্ডাস্ট্রি, কিংবা তানিনের বন্ধু ছিলেন তারা যেন ওর খোঁজ রাখেন, ভালোবাসায় আগলে রাখেন। এটা শুধুই দায়িত্ব নয়, এটা মানবতা। মা নেই, কিন্তু একজন মানুষ যদি হয় মা’র মতো, তবেই হয়তো তানিনের আত্মা একটু শান্তি পাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |