ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দেশ ও রাজনীতি অস্থিরতায় আছে: জয়া আহসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০২:১৭ পিএম


loading/img

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি সিনেমাই বেশ আগ্রহ নিয়ে দেখছেন দর্শক। সিনেমা দুটিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। 

বিজ্ঞাপন

ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় ‘জয়া আর শারমিন’ নামের তার আরও একটি সিনেমা। আসছে জুলাইতে কলকাতায় মুক্তি পাবে জয়ার ‘ডিয়ার মা’ নামের নতুন একটি সিনেমা।

বর্তমান সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির হালচাল নিয়ে এই অভিনেত্রী বলেন, দেশের পটভূমি পরিবর্তন হয়েছে। দেশ অস্থিরতায় আছে। রাজনৈতিক অস্থিরতা আছে। এসবের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি খুবই ভালো করে যাচ্ছে। সবাই চেষ্টা করছে। আমাদের শিল্পীরা ভালো করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে আমাদের সিনেমা দুর্দান্ত হচ্ছে।

বিজ্ঞাপন

‘তাণ্ডব’ ও ‘উৎসব’ নিয়ে জয়া বলেন, ‘তাণ্ডব’এর দর্শকপ্রিয়তা বেশ ভালো পাচ্ছি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে। যারাই দেখছেন সবাই ভালো লাগার কথা জানাচ্ছেন। ‘উৎসব’ সিনেমাও দর্শক পছন্দ করেছেন। ‘উৎসব’ সবার সিনেমা। সব শ্রেণির দর্শকের সিনেমাটি ভালো লাগবে। ঈদের আগে মুক্তি পেয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমাটি। অন্যরকম গল্পের একটি সিনেমা ছিল। সবগুলো সিনেমার প্রতিক্রিয়া ভালো। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং করছি। ফাঁকে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছি।

এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিয়ার মা’ নিয়ে এই অভিনেত্রী বলেন, মা, সন্তান, সম্পর্ক, পরিবার-এসব নিয়ে সিনেমাটির গল্প। এতে একজন মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। গল্পে বলা হয়েছে— রক্তের টানের চেয়ে ভালোবাসার সম্পর্কটা বড়। এটি সব ধরনের দর্শকের সিনেমা। আশা করছি সবাই দেখবে। গল্পটি নতুন করে সবাইকে ভাবাবে।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |