ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

১২০ কোটির প্রস্তাব ফেরালেন আমির!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বেশ অনেক বছর প্রেক্ষাগৃহে নেই আমির খান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। আশায় বুক বেঁধেছেন অনুরাগীরাও।

বিজ্ঞাপন

ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই নানা বিতর্কে শিরোনামে এসেছেন আমির। এবার সিনেমা মুক্তির আগেই বেঁকে বসে নেটপাড়ার একাংশ!

শুক্রবার (২০ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’। এরমধ্যে অ্যামাজন প্রাইমের বড় অংকের প্রস্তাব ফেরালেন আমির খান। সিনে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসানই করে বসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, আমিরের ছবিটির স্বত্ত্ব কিনতে চেয়েছিল অ্যামাজন প্রাইম। তার বিনিময়ে ১২০ কোটি রুপি দিতে চেয়েছিল বিশ্বব্যাপী জনপ্রিয় এই ওটিটি সংস্থাটি। তবে তাতে নাকি রাজি হননি আমির। 

প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ দিয়ে প্রায় ৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন আমির খান। আর এস প্রসন্ন পরিচালিত এ ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডি সুজা। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’-তে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |