ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশ ছাড়লেন মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১২:৩৪ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন মাহি। সবশেষ তাকে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে এক বছর। নতুন খবর হলো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিকমাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন।  

508968270_1385432622724218_230890257270955076_n

বিজ্ঞাপন

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 

509193650_1385432556057558_3647579629328681036_n

বিজ্ঞাপন

এদিকে দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়।

বিজ্ঞাপন

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙে সেই সংসারও।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |