ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ছড়িয়ে পড়েছে মিথিলার বেশ কিছু ছবি, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাফিয়াত রশীদ মিথিলা অভিনয়গুণে দুই বাংলার দর্শককের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মানব উন্নয়নকর্মী, গায়িকা, মডেল হিসেবেও নিজের জায়গা বেশ পাকাপোক্ত করেছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর দাবিতে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফিসহ বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়। ছবিগুলো ঘিরে শুরু হয় আলোচনার ঝড়।তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন সত্য। 

mithila-1750481581

বিজ্ঞাপন

প্রচারিত ছবিগুলো আদতে রাফিয়াথ রশিদ মিথিলার নয়। এগুলো প্রযুক্তির মাধ্যমে তৈরি 'ডিপফেক' ছবি। ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিমভাবে মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করে এসব ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ১৪ জুন “Jina” নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত কিছু ছবির সঙ্গে এই ভুয়া ছবিগুলোর আশ্চর্যরকম মিল রয়েছে। ছবিগুলোর পটভূমি, পোশাক ও ভঙ্গিমা এক হলেও মুখমণ্ডলে রয়েছে সম্পাদনার ছাপ।

বিজ্ঞাপন

unnamed-2025-06-20T214041.619-1-1024x903

বিজ্ঞাপন

ভারতের কলকাতায় বসবাসকারী জিনা তরফদার নামের এক অভিনেত্রীই মূল ছবির প্রকৃত ব্যক্তি বলে শনাক্ত হয়েছেন। রিউমর স্ক্যানার দল বিভিন্ন এআই টুল ব্যবহার করে এই ছবিগুলো পুনরায় তৈরি করে দেখতে পায়, প্রযুক্তিগতভাবে মিথিলার মুখ বসালে একই ধরনের ফলাফল পাওয়া যায়—যা নিশ্চিত করে ছবিগুলো সম্পাদিত।

বিজ্ঞাপন

সুতরাং, স্পষ্টভাবে বলা যায়, রাফিয়াথ রশিদ মিথিলার নামে সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিগুলো বিভ্রান্তিকর ও প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা ডিপফেক।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |