ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০২:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী। মেয়ের নাম রেখেছেন—মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

বিজ্ঞাপন

অভিনেত্রী শনিবার (২১ জুন) নিজের ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যদিও সেই ছবিতে মেয়ের মুখ আড়ালে রেখেছেন স্বাগতা। ছবির ক্যাপশনে লিখেছেন, মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম। এই পোস্ট করার পর অভিনেত্রীকে তার ভক্ত এবং সহশিল্পীরা শুভেচ্ছা জানাচ্ছেন। 

zinat_sanu_swagata_facebook_1750559119

বিজ্ঞাপন

গর্ভকালীন সময় থেকেই সন্তানকে স্বাভাবিকভাবে জন্ম দেয়ার বিষয়ে নিজের জেদি মনোভাব প্রকাশ করেছিলেন স্বাগতা। যদিও শুরুতে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, তবে নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় শেষ পর্যন্ত চিকিৎসক ও হাসপাতাল বদলে থাইল্যান্ডের এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যান তিনি। 

সংবাদমাধ্যমে স্বাগতা বলেছিলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি। স্বাভাবিক প্রসবের প্রতি তার এই প্রতিজ্ঞা এবং দৃঢ়তা প্রশংসার দাবি রাখে। একান্ত চেষ্টায় অবশেষে সেই মিশন সফল হয়েছে।

২০২৪ সালের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। শুধু তাই নয়, তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, আর এখন সংসার—সব মিলিয়ে স্বাগতা-হাসানের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আর সেই গল্পে যোগ হলো নতুন অতিথি—মরিয়াম সর্বজয়া। স্বাগতা ও হাসান দম্পতির জীবনে এই নতুন সংযোজন যেন আনন্দ, ভালোবাসা ও সুস্থতা বয়ে আনে—এমনটাই কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |