ঢাকাবুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিদেশি হ্যাকারের কবলে বাপ্পি চৌধুরীর ফেসবুক পেজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ , ১১:১১ পিএম


loading/img
বিদেশি হ্যাকারের কবলে বাপ্পি চৌধুরীর ফেসবুক পেজ

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সম্প্রতি তার এক মিলিয়ন ফলোয়ার বিশিষ্ট ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বাপ্পি জানান, তার ফেসবুক পেজ উদ্ধারের কাজ চলছে। পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও নানারকম পোস্ট দেওয়া হচ্ছে। যে গুলো ভিন্ন ভাষার। যা অনেকেরই বোধগম্য হচ্ছে না। বাপ্পি ভক্তদের সতর্ক করে বলেন, আপনারা আমার পেইজ থেকে কোনো ধরনের বার্তার সাড়া দেবেন না। বিদেশি একটি হ্যাকার গোষ্ঠী এই কাজ করে বলে মনে হচ্ছে। তবে পেজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুত সময়ে এতে সফল হবো।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, বর্তমানে ফেসবুক পেইজ সচল না থাকা খুবই বিব্রতকর। চলচ্চিত্রের প্রচারণরা একটা বড় জায়গা তো সামাজিক মাধ্যমে। তাই পেজটা খুব জরুরি প্রয়োজন, আর সবচেয়ে বড়ো কথা হ্যাকাররা খুব বাজে কাজে পেজ দখল করে তৎপর থাকে। অনেক ধরনের অপরাধ সংঘঠিত হয়। যেটা বড়ো ধরনের বিপদেও ফেলতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগেও হ্যাকারদের কবলে পড়েছিল বাপ্পির ফেসবুক অ্যাকউন্ড, গ্রুপ ও  পেজ।  সে সময় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও পুজা চেরির ফেসবুক আইডি হ্যাকড হয়।

জিএম/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |