প্রেমের মায়ার পাগলামি নিয়ে গান বেঁধেছেন ভাটি অঞ্চলের ছেলে বায়েজিদ পাগলা। গানের শিরোনাম ‘কি পাগল বানাইলা আমারে’। নিজের কথা ও সুরে, চঞ্চলের সঙ্গীতে বায়েজিদের সঙ্গে গানটি গেয়েছেন লিপি শর্মা।
বিজ্ঞাপন
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ভিডিও নির্মাণ করছেন ফারহান আহমেদ রাফাত।
গানটি নিয়ে বায়েজিদ পাগলা বলেন, গান আমার মনের খোরাক। তা দিয়েই শ্রোতাদের বিনোদন দেয়ার চেষ্টা করি। ভাটির গান, মাটির গান ‘কি পাগল বানাইলা আমারে’। আশা করছি আমার অন্য গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
বিজ্ঞাপন
আরটিভি/এএ/এআর