• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

যেভাবে আরটিভি প্লাসের সাবসক্রাইবার হবেন (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২০, ২২:৩৮

ভিডিও অন ডিমান্ড (ভিডিও) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদ উল আজহা উপলক্ষে আরটিভি প্লাস সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে হাজির হয়েছে। দর্শকদের নতুন ৩৭ টি কন্টেন্ট উপহার দিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে একক নাটক ৩১ টি, ৭ পর্বের ধারাবাহিক ২ টি এবং ৪ টি মিউজিক ভিডিও।

কিন্তু কীভাবে সাবসক্রাইব করবেন আরটিভি প্লাসে?

প্রথমে https://rtvplus.tv/signin লিংকে গিয়ে সাইনআপ করতে হবে। আপনার ফোন নম্বর দিয়েই খুলতে পারবেন একাউন্ট। মোবাইল নম্বর দেয়ার ফাঁকা বক্সে আপনার নম্বর লিখে সাইন আপে ক্লিক করলেই আপনার ফোনে আসবে পিন কোড। ফোনের এসএমএসে আসা পিন কোডটি এবার ফাকা বক্সে লিখুন। তারপর সাইন ইন করুন।

এরপর https://rtvplus.tv/subscription এ ক্লিক করলেই পাবেন বেশ কটি প্যাকেজ। ঈদ প্যাকেজের মূল্য মাত্র ১৫ টাকা। এই প্যাকেজের মেয়াদ তিন মাস। আছে মাসিক প্যাকেজ। ৫০ টাকায় কিনে ব্যবহার করতে পারবেন ৩০ দিন।

৬ মাসের প্যাকেজটি কিনতে খরচ করতে হবে ২৭৫ টাকা। এক বছরের প্যাকেজ মূল্য মাত্র ৫০০ টাকা।

যে কোনও একটি প্যাকেজ ক্লিক করলেই হবে। বিকাশ একাউন্টের মাধ্যমে বা যে মাধ্যমে প্যাকেজ মূল্য প্রদান করতে চান, তাতে ক্লিক করুন। যদি বিকাশ একাউন্ট দিয়ে মূল্য প্রদান করতে চান, তাহলে বিকাশে ক্লিক করলেই আসবে বিকাশ নম্বরের ফাকা বক্স। সেখানে বিকাশ নম্বর লিখুন।

ফোন কোড আসবে, সেটি লেখার পর বিকাশের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই হয়ে গেলো সাবসক্রাইব।

আপনার একাউন্ট থেকে কেটে নেয়া হবে নির্ধারিত মূল্য।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আরটিভি এর পাঠক প্রিয়