ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘অশিক্ষিত’ বলায় মার্কশিট দেখিয়ে দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:২৩ পিএম


loading/img
ছবি: কোলাজ

একটা সময় ভারতের বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে কিছু ধারাবাহিক দেখানো হতো; যার অনেকগুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠে। সে সময়টাতে রিলস, ইনস্টাগ্রাম নয়, বরং এসব টেলিভিশন সিরিয়ালই ছিল বাঙালি তরুণীদের অন্যতম আকর্ষণ। সেখান থেকে দর্শকের প্রিয় মুখে পরিণত হন ওপার বাংলার অনেক অভিনয়শিল্পীরাই; তাদের একজন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কিন্তু অন্যান্য তারকাদের মতো তাকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে; তাই নিন্দুকদের জবাব দিতে এই অভিনেত্রী নিলেন এক কড়া পদক্ষেপ!

বিজ্ঞাপন

যদিও পর্দা থেকে অনেকদিন ধরেই বাইরে রয়েছেন এক সময়ের নন্দিত এই অভিনয়শিল্পী। তবে লাইমলাইট-এ রয়েছেন সামাজিক মাধ্যমের হাত ধরে। নিয়মিত রয়েছেন ভ্লগিংয়ে। তার রয়েছে বেশ ভক্ত-অনুরাগীও।

এরই মধ্যে এই ভ্লগিংকে কেন্দ্র করে নিন্দুকদের কটাক্ষের মুখে মধুবনী। “ছেলে সন্তানকে দেখিয়েই তো বাড়িতে রান্না হয় আপনাদের!”— এমনই একের পর এক নানা মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর মন্তব্য ঘর। শুধু তাই নয়, “ভ্লগ করেই খেতে হবে, অশিক্ষিত, আর কোনো যোগ্যতা নেই”- এমন মন্তব্যও আসে বলে অভিযোগ অভিনেত্রীর।

বিজ্ঞাপন

Capture

বলা বাহুল্য, দর্শকদের এমন মন্তব্যে বিরক্ত মধুবনী ও তার স্বামীও। তারা যে অশিক্ষিত নন, তারই জবাব দিতেই পোস্ট করলেন নিজেদের মাধ্যমিকের রেজাল্ট।

তাতে দেখা যায়, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েই পাশ করেছিলেন দুজনে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে ভাবছেন আমরা রেগে আছি। কিন্তু তা নয়। কিছু কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করানোর জন্য এই পোস্ট করেছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৪ বছর আগে 'ভালোবাসা ডট কম' সিরিয়ালে 'ওম' এবং 'তোড়া'র ভালোবাসার কাহিনী মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। কিন্তু সেই ভালোবাসার কাহিনী তাদের বাস্তব জীবনেও পরিণয়ে ঘটে। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। তারা এখন সংসার করছেন; রয়েছে তাদের এক সন্তানও।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |