ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মা হারালেন অভিনেত্রী অর্ষা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন)  দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি।

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। তবে মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান অর্ষা।

এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। শুরুর দিন থেকেই মা-ই ছিলেন অর্ষা বড় অনুপ্রেরণা—এ কথা বিভিন্ন সময় জানিয়েছেন অর্ষা। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—পরপর কয়েকটি ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অর্ষাকে। এসব চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিতও হয়েছেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |