অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি।
এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। তবে মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান অর্ষা।
আরটিভি/এএ