ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

এই লোক আজকের পর আমার নামে খারাপ কথা বলবে: প্রভা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৬:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিকমাধ্যমে সরব। 

বিজ্ঞাপন

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। ধারণা করছেন ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তি এরপর থেকে সামাজিকমাধ্যমে কুৎসা রটাবেন।

শনিবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে একটি ফোন নাম্বার শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বলল, ফ্যান! বললাম ফ্যানের সাথে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলব, আপনি ফোনই বা কেন দিয়েছেন আমাকে? কতবড় সাহস আপনার! 

বিজ্ঞাপন

1734260159_1

ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তির ডাকে সাড়া না দেওয়ায় সামাজিকমাধ্যমে অভিনেত্রীকে হেনস্তার চেষ্টায় রত থাকবেন তিনি। এমন আশঙ্কা করে প্রভা লিখেছেন, এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে অনেক বাজে কথা বলবে। বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না ইত্যাদি ইত্যাদি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |