ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

দেশজুড়ে বৃষ্টি, দুর্ভোগ

শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৬:৫৯ পিএম


loading/img

দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন জেলা শহরের রাস্তা তলিয়ে গেছে। অনেক এলাকায় হাটু অবধি পানি জমেছে। ফলে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এতে সবচে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। এতে ছোট লঞ্চ বন্ধ রয়েছে। মাছ ধরার ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে, চট্টগ্রাম শহরের উঁচু এলাকার পানি নেমে গেলেও ফের বৃষ্টি শুরু হয়েছে। সকালের পর থেকে বৃষ্টি শুরু হবার ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে টানা ৭২ ঘণ্টা অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  ঢাকায় বাতাসের গতিও  দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকাহাওয়াসহ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |