ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

টিকা নিয়েছেন ৯ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৪২৬ জনের

আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১১ পিএম


loading/img
টিকা নিয়েছেন ৯ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৪২৬ জনের

সারা দেশে করোনাভাইরাস টিকা উদ্বোধনের দিন থেকে আট দিনের মাথায় মোট ৯ লাখ ৬ হাজার ৩৩ জন মানুষ টিকা নিয়েছেন। এরমধ্যে ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দেশজুড়ে টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন।

বিজ্ঞাপন

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত ‘কভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত দৈনিক তথ্য (সারাদেশ)’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ঢাকা মহানগরসহ টিকা গ্রহণের বিভাগ ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

মোট টিকা গ্রহীতার মধ্যে পুরুষ রয়েছেন ছয় লাখ ২৬ হাজার ৪৬৯ জন। আর নারী রয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকা নেওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ১২ হাজার ৮৪৮ জন। আর নারী ৫৬ হাজার ৫০৫ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। আর পুরো ঢাকা বিভাগে নিয়েছেন ৪৫ হাজার ৯১৪ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে নিয়েছেন সাত হাজার ৩৫৭ জন, চট্টগ্রামে নিয়েছেন ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুরে নিয়েছেন ১৫ হাজার ২১৮ জন, খুলনায় ১৯ হাজার ৮০২ জন, সিলেটে ১৩ হাজার ১৯৬ জন এবং বরিশালে টিকা নিয়েছেন নয় হাজার ১৯৮ জন।
শুরুর পর থেকে মোট আটদিনে দেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন। এরমধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন দুই লাখ ৩৯ হাজার ৯৭২ জন। এরমধ্যে আবার ঢাকা মহানগরে এক লাখ ১৮ হাজার ৪৪৭ জন।

এছাড়া এই আটদিনে ময়মনসিংহে টিকা নিয়েছেন মোট ৪১ হাজার ২৭৫ জন, চট্টগ্রামে নিয়েছেন দুই লাখ ১৮ হাজার ২১৫, রাজশাহীতে এক লাখ চার হাজার ৭০৩ জন, রংপুরে ৮৫ হাজার ১৬ জন, খুলনায় এক লাখ ৪৪৯ জন, সিলেটে ৭৭ হাজার ১১ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ৩৯ হাজার ৩৯৩ জন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |