ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ মার্চ ২০২১ , ০৪:৩৮ পিএম


loading/img

সারা দেশে করোনা আক্রান্তে চব্বিশ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬ জন। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। বৃহস্পতিবার করোনায় ৬ জনের মৃত্যু হয়, ওই দিন করোনা রোগী শনাক্ত হয় ১ হাজার ৫১ জন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন। আর মৃতের মোট সংখ্যা ৮ হাজার ৫১৫ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন  ১ হাজার ২৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ১৭২ জন হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |