ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

টিকা নিলেন ৪৩ লাখ ৯৮ হাজার মানুষ

আরটিভি নিউজ

রোববার, ১৪ মার্চ ২০২১ , ১০:০৪ পিএম


loading/img
টিকা নিলেন ৪৩ লাখ ৯৮ হাজার মানুষ

সারাদেশে করোনা প্রতিরোধে মোট টিকা নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এরমধ্যে ৮৮৯ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা টিকা নিয়েছেন ৯৫ হাজার ৬৭৫ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ৩০ হাজার ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৯৫৮ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯৫ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৯৩৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৫৬ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭০১ জন রয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশে করোনা টিকা মোট নিবন্ধন করেছেন ৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন।
সারাদেশে মোট টিকা নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন এবং নারী ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |