করোনাভাইরাস আজীবন থাকতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গবেষকরা। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে, ভবিষ্যতে শিশুরা করোনায় আক্রান্ত হতে পারে।
গবেষকরা বলছেন, ভবিষ্যতে করোনা শিশুদের ঠাণ্ডাজনিত রোগের মতো আচরণ করতে পারে। টিকা না নেয়া বা ভাইরাসের সংস্পর্শে না আসা যেকোনো শিশুও আক্রান্ত হতে পারে।
যুক্তরাষ্ট্র ও নরওয়ের একদল বিজ্ঞানী এক গবেষণায় এমনটাই দাবি করেছেন। গত ১১ আগস্ট ওই গবেষণা প্রতিবেদনটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।
১১টি দেশের ডাটা পর্যালোচনা করে এমন গবেষণা প্রকাশ করে হয়েছে। গবেষণায় সে দেশগুলো তথ্য-উপাত্তা নেয়া হয়েছে, সেগুলো হলো- চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
গবেষণায় বলা হয়, শিশুদের ক্ষেত্রে করোনা সংক্রমণের হার নিম্ন হওয়ার কারণে এর প্রাদুর্ভাব কমে আসতে পারে। তবে বিশ্বব্যাপী একটি স্থানীয় রোগে পরিণত হতে পারে সার্স-সিওভি-২ ভাইরাস।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ওত্তার বর্নস্টাড বলেন, সার্স-সিওভি-২ ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণ করে যে ডাটা পাচ্ছি, তাতে বয়স্করা টিকা নিলে বা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার ফলে সংক্রমণ ধীরে ধীরে শিশুদের মধ্যে স্থানান্তরিত হতে পারে।
গবেষণায় ইনফ্লুয়েঞ্জাসহ করোনার বিভিন্ন ধরন নিয়েও পর্যবেক্ষণ করা হয়। বর্নস্টাড বলেন, শ্বাসযন্ত্রের রোগের ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায়, বয়স ও সংক্রমণের ধরন অনুযায়ী সেটি স্থানীয়ভাবে পরিবর্তন হতে পারে।
এ