ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

করোনায় মৃত্যুর সংখ্যা কমলো

আরটিভি নিউজ

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ , ০৫:২৭ পিএম


loading/img

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৩৯৩ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন। ওই দিন সংক্রমিত হয়েছিল ১ হাজার ২৩৩ জন। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |