ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৮

আরটিভি নিউজ

শনিবার, ২৮ মে ২০২২ , ০৭:৫১ পিএম


loading/img
ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কারো মৃত্যু না হলেও ২৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৬৪টি এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৫৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।

বিজ্ঞাপন

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২ হাজার ২০৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |