ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিশ্ব করোনায় আরও ৭৭ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ জুন ২০২৩ , ০৮:৩২ এএম


loading/img
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭২২ জন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আক্রান্তের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ২৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ৭৯ জন এবং মারা গেছেন তিনজন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৫ জন।  

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮ লাখ ৯২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৫ হাজার ১১১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৩৫১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |