ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিশ্বে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুলাই ২০২৩ , ০৮:২৩ এএম


loading/img
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৯ জন।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে অস্ট্রেলিয়ায়। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন সাতজন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৩৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯৮ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |