ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় উপস্থিত হন শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেসিডেন্সিয়াল অফিসার মোহাম্মদ শাহ আলম। সভায় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান মিয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডা. রথীন্দ্রনাথ সরকার পাবলিক হেলথ বিশেষজ্ঞ হিসেবে ডেঙ্গু সচেতনতা সম্বন্ধে আলোচনা করেন। তিনি চিকিৎসাসহ ডেঙ্গু প্রতিরোধের জন্য করণীয় এর উপর গুরুত্ব দেন। দ্রুত রোগ সনাক্ত ও ভ্যাকসিনেশনের ব্যাপারেও আলোচনা করেন তিনি।

উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. গোকুল চাঁদ কুন্ডু দন্ত সুরক্ষায় মুখের ক্যান্সার সনাক্ত ও প্রতিরোধের উপর গুরুত্ব দেন। পান, তামাক, সুপারি, জর্দা, সাদা পাতা, গুলসহ অন্যান্য তামাক জাতীয় পণ্য পরিহারের কথা বলেন।

একই সাথে ওরাল হেলথ হাইজিন মেইনটেইনসহ তিন থেকে ছয় মাস পর পর দন্ত চিকিৎসক দ্বারা মুখ ও দাঁতের সুস্থতার জন্য ফলোআপ চেকআপ করার কথা বলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |