ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বৃষ্টিতে যেসব সবজি খেতে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৬:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বেড়েছে ঝড়-বৃষ্টির প্রবণতা। এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির দিনে খাদ্যতালিকায় আসে নানান পরিবর্তন। বৃষ্টির দিনে মুখরোচক খাবার ভালো লাগলেও এই সময় স্বাস্থ্যঝুঁকির বিষয়টা বাদ দেওয়া যাবে না। বৃষ্টির দিনে সবজি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এমন কিছু সবজি রয়েছে যা বৃষ্টির দিনে খেলে শরীরে নানা জটিলতা তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

এই আবহাওয়ায় হজমজনিত সমস্যার প্রকোপ বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, বৃষ্টির দিনে খাবার নিয়ে সতর্ক না হলে ফুড পয়জনিং, ডায়রিয়া, টাইফয়েড বা গ্যাস্ট্রিকের মতো রোগ দেখা দিতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে চিকিৎসকরা সবজি খাওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক হতে বলেছেন। 

দেখে নেয়া যাক যেসব সবজি খাওয়া থেকে বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা:  

বিজ্ঞাপন

পাতা জাতীয় শাক: শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন ও ভিটামিন। কিন্তু বর্ষায় এই শাকের পাতায় সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। ভালোভাবে পরিষ্কার না করলে তা হজমের সমস্যা ও বিষক্রিয়ার কারণ হতে পারে।

কপি জাতীয় সবজি: ফুলকপি, বাঁধাকপি ও ব্রকোলি এই তিনটি সবজি সাধারণত শীতের হলেও এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে আর্দ্রতার কারণে এদের গাঁটে ব্যাকটেরিয়া জমে। ভালোভাবে ধোয়া না হলে এগুলো থেকে ফুড পয়জন হতে পারে। 

মাটির নিচের সবজি: গাজর, মুলো, বিটরুট ইত্যাদি সবজি মাটির নিচে জন্মায় বলে বর্ষাকালে দ্রুত পচে যায়। এর গায়ে মাটি লেগে থাকা অবস্থায় রান্না করলে তা পেটে গিয়ে সমস্যা তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

সবুজ শাক: বৃষ্টি ভেজা দিনে ও আর্দ্র পরিবেশে শাক খাওয়া ঠিক নয়। কারণে এমন আবহাওয়ায় শাকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্ম দ্রত হয়। তাই শাক জাতীয় খাবার খেলে বৃষ্টি ভেজা দিনে পেটের গোলোযোগ দেখা দেয়ার শঙ্কা রয়েছে।
 
মাশরুম: এই ঋতুতে মাশরুমে সহজেই ব্যাকটেরিয়া জন্ম নেয়। বর্ষার আর্দ্রতা মাশরুমকে দ্রুত নষ্ট করে ফেলে। ফলে এটি খেলে পেটের অসুবিধা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

অঙ্কুরিত ছোলা ও মুগ ডাল: অঙ্কুরিত ছোলা এবং ডাল স্বাস্থ্যকর হলেও বর্ষাকালে এগুলো ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকিতে থাকে। ই.কোলি, স্যালমনেলা জাতীয় জীবাণু এতে জন্ম নিয়ে পেট খারাপ করতে পারে।

images?q=tbn:ANd9GcR-03aca18LOokSg

মটরশুঁটি ও ভুট্টা: এই দুই সবজি বর্ষায় আর্দ্রতা ধরে রাখে বেশি। এতে সহজেই ছত্রাক বা ব্যাকটেরিয়া তৈরি হয়। ফলে এই সময়ে না খাওয়াই ভালো, আর খেলেও ভালভাবে সেদ্ধ করে নিতে হবে। 

বেগুন: বৃষ্টির দিনে আর্দ্রতা বেশি ধরে রাখে বেগুন। তােই সহজেই সবজিটিতে দ্রুত ছত্রাক বা ব্যাকটেরিয়া তৈরি হয়। কাঁচা সবজি বা সালাদ: অনেকেই স্বাস্থ্যকর ভাবনা থেকে কাঁচা সবজি খান, কিন্তু বর্ষায় এটি বিপজ্জনক হতে পারে। ধোয়ার পরেও অনেক জীবাণু থেকে যেতে পারে, যা সরাসরি পাকস্থলীতে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। 

সুস্থ থাকতে বর্ষার দিনে দরকার খাবার নিয়েও সচেতনতা। বিশেষ করে যেসব সবজিতে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে, সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো। অনেকেই স্বাস্থ্যকর ভাবনা থেকে কাঁচা সবজি খান, কিন্তু বর্ষায় এটি বিপজ্জনক হতে পারে। ধোয়ার পরেও অনেক জীবাণু থেকে যেতে পারে, যা সরাসরি পাকস্থলীতে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। অনেকেই স্বাস্থ্যকর ভাবনা থেকে কাঁচা সবজি খান, কিন্তু বর্ষায় এটি বিপজ্জনক হতে পারে। ধোয়ার পরেও অনেক জীবাণু থেকে যেতে পারে, যা সরাসরি পাকস্থলীতে প্রবেশ করে রোগ সৃষ্টি করে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |