ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ওয়াসার পানিতে পোকা ও দুর্গন্ধ, বাড়ছে অসুস্থতা

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ১১:১৫ এএম


loading/img

কল ছাড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ও পোকা। এ পানি পান না করলেও বাধ্য হয়ে বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করছে মানুষ। গত এক সপ্তাহ ধরে এমন অবস্থা রাজধানীর কল্যাণপুর, মগবাজার, পান্থপথ। বাসা-বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করেও মিলছে না সমাধান। এলাকাবাসীর অভিযোগ, পানিতে পোকামাকড়ের উৎস ওয়াসার সাপ্লাই পাইপ।

বিজ্ঞাপন

মগবাজারের এক বাসিন্দা জানান, এই পানিতে গোসল ও রান্না করতে সমস্যা। পানির ট্যাপ ছাড়লেই পোকা আসতে থাকে। শরীর চুলকায়।

কল্যাণপুরের এক বাসিন্দা জানান, গত দেড় মাস ধরে পানি একদম ব্যবহার করা যাচ্ছে না। ওয়াসার পানিতে দুর্গন্ধ। আগে ওয়াসার লাইনের পানি ফুটিয়ে পান ও রান্নার কাজে ব্যবহার করা যেত। এখন ট্যাপ ছাড়লেই পানিতে পোকা আসছে। ট্যাপের মুখে কাপড় বেঁধে চালিয়ে নিচ্ছি।

বিজ্ঞাপন

পান্থপথ এলাকার এক বাসিন্দা জানান, রমজান মাস থেকে পানিতে ময়লা আসে। এখনও সমস্যা দূর হয়নি।

পানিতে ময়লা ও পোকার বিষয়ে ঢাকা ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, কয়েকটি এলাকা থেকে আমাদের কাছে পানিতে ময়লা আসা নিয়ে অভিযোগ করেছেন। আমার সেসব যায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করেছি। মূলত পানিতে ময়লা আসে অনেক সময় পাইপ ফেটে যাওয়ার কারণে। বর্তমানে লাইনের পানি পরিষ্কার আছে, আর ট্যাংক ঠিকভাবে পরিষ্কার করলে পোকার সমস্যার সমাধান হয়ে যাবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |